টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম আখন্দ।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখসানা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপন মোতাবেক ৪ বছরের জন্য তাকে উপচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে
ড. মোঃ আনারুল আজিম আখন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পূর্ণ করেন।পরে জাপানের নাগৈয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে সেখানেই সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০০২ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিল।পরবর্তীতে ঢাবিতে নতুন বিভাগ হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি যাত্রা শুরু করলে সেখানকার ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের পর সাধারণ ছাত্রদের দাবির প্রেক্ষিতে তৎকালীন উপচার্য ড. মো. ফরহাদ হোসাইন পদত্যাগ করেন।এতে উপচার্য পদটি শূন্য হয়।