হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালকের দায়িত্বে এসেছেন মো. মাহবুব উল হাসান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হাবিপ্রবি/এ-১৮/২০০২/২৩৭ নং স্মারকের অফিস আদেশে বলা হয় এ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালক পদ হতে প্রফেসর ড. আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগ পদত্যাগ করায় শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালক পদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে শরীরচর্চা ও শিক্ষা শাখার উপ-পরিচালক জনাব মো. মাহবুব উল হাসান- কে শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।
দায়িত্ব গ্রহণ করে মো. মাহবুব উল হাসান বলেন, দেশ ও বিশ্ববাসীর কাছে বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে শরীর চর্চা ও শিক্ষা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি, এ শাখায় কাজের মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে করতে পারব।
উল্লেখ্য, মো. মাহবুব উল হাসান ২০০৮ সালের ২১ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা শাখায় যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালে সহকারী পরিচালক এবং ২০১৬ সাল থেকে অদ্যবধি উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংগ্রাম/আরএস