খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে পাহাড়ি শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই বিক্ষোভ করা হয়।
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতা’ ব্যানারে বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন। এ সময় তাঁরা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
দুপুর সাড়ে ১১টার পর এই বিক্ষোভকারীরা মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সতেজ চাকমা বলেন:
“আমরা চাই প্রথমেই খাগড়াছড়ির দীঘিনালাসহ রাঙ্গামাটি এবং পুরো পাহাড়ে জুম্মদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। আর না হলে, পাহাড়ি জুম্ম ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
সড়ক অবরোধের বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর জানান, পাহাড়ে হত্যার প্রতিবাদে পাহাড়ি জাতির কিছু লোক শাহবাগ মোড়ে এসে বিক্ষোভ করেছেন। এতে বেশ কিছুক্ষণ সেখানে যান চলাচল বন্ধ ছিল৷ পরে তারা চলে যান।
আরএস