ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামের যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পাথরঘাটা উপজেলার ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘তোর ভাত তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা নিরাপদ মনে করি, কিন্তু এখন করতে ভয় হয়। নির্যাতনের সময় হল প্রশাসন কোথায় ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসন কোনো রকমে চার লাইনের একটা এজাহার দায়ের করেছেন। অজ্ঞাতনামা মামলা দিয়েছেন অথচ ভিডিও ফুটেজ ও আপনাদের কাছে সকল পরিচয় আছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে সম্পূরক এজাহার দায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান করছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন:
“এতো নৃশংস একটা হত্যাকাণ্ড হয়ে গেলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তখন কী করছিল? তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান না, সে স্বাধীন বাংলাদেশের নাগরিক। অনেকে এখানেও রাজনীতি খোঁজেন। আমি রাজনীতি বুঝি না। আমি বাঁচতে চাই, হত্যার বিচার চাই। আমরা আর কোনো তোফাজ্জলকে হারিয়ে যেতে দিতে চাই না।”
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে রাত ৮টা থেকে কয়েক দফায় নির্যাতন করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএন/আরএস