ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি সম্প্রতি তার ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ নিয়ে আবার আলোচনায় এসেছেন। গুঞ্জন রয়েছে, তিনি চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন, যদিও এই যুগল কখনো তা স্বীকার করেননি।
এখন নতুন গুঞ্জন উঠেছে যে, তাদের সম্পর্ক ভেঙে গেছে। এ বিষয়ে রাফি নিজেও কিছু মন্তব্য করেছেন।
সম্প্রতি তাদের জন্মদিনের শুভেচ্ছা পোস্টগুলো সম্পর্ক নিয়ে আরো জল্পনা সৃষ্টি করেছিল। নেটিজেনদের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে উভয়েই দাবি করেছেন, তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাফিকে প্রশ্ন করা হয়, “তমার সঙ্গে সম্পর্ক এখন কেমন—মধুর না তিক্ত?” জবাবে রাফি বলেন, “এটি তিক্ততায় যায়নি। সম্পর্কটি আগের মতোই বন্ধুত্বপূর্ণ রয়েছে। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, তা সত্যি নয়।”
অপর একটি প্রশ্নের জবাবে, “তমা ও রাফির প্রেমের গুঞ্জন কি সত্যি?” রাফি বলেন, “এগুলো কেবল গুজব। আমাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব রয়েছে, যা আগেও ছিল এবং এখনও আছে। তবে মানুষের ধারণা ঠিক নয়।”
রাফির পরিচালনায় তমা প্রথম কাজ করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। এরপর ‘৭ নম্বর ফ্লোর’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেন। তবে এরপর রাফির কোনো প্রকল্পে তমাকে দেখা যায়নি।