অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৮ উইকেটে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। ১৮ বল বাকি থাকতে সেই রান তাড়া করে জিতে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে শতরান করেন আজান আওয়াইস।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারতের বিপক্ষে এটাই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এটি। এর আগে ২০১৩ সালে দুবাইতেই ২৫১ রানের লক্ষ্যের পেছনে ছুটে শেষ হাসি হেসেছিল তারা।
ভারতের ইনিংসকে প্রথমে এগিয়ে নেন বাঁহাতি ওপেনার আদর্শ সিং। ৮১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন তিনি। তার বিদায়ের পর এক পর্যায়ে ১৫৮ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে দলটি। সেখান থেকে তাদের ইনিংস আড়াইশ ছাড়ায় অধিনায়ক উদয় স্মরণ ও শচিন দাসের ব্যাটে। ৯৮ বলে ৫ চারে ৬০ রান করেন স্মরণ।
জবাবে ব্যটিংয়ে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শামিল হুসেইন ফেরেন ১৫ বলে ৮ রান করে। ধাক্কা সামলে ১১০ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন আরেক ওপেনার শাহজাইব খান ও আজান। ৮৮বলে ৬৩ রান করে আউট হন শাহজাইব। এরপর আর কোনো বিপদ ঘটতে না দিয়ে অধিনায়ক সাদ বেগকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজান।