কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতাধীন ‘সিএসই সোসাইটির’ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মাহমুদা খাতুন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে একজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রতিটি ব্যাচ থেকে একজন করে এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত করে মোট ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে। এবারের নির্বাচনে সহ-সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী এহসানুল হক সবুজ এবং একই ব্যাচের শিক্ষার্থী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্।
সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিএসই ১৩তম ব্যাচের শিক্ষার্থী মেহরাব হোসেন সাকিব এবং একই ব্যাচের শিক্ষার্থী মোঃ মোহসেন আমিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিএসই ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইকবাল এবং একই ব্যাচের শিক্ষার্থী মোঃ তারেক হাসান।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার শামীম হাসান ইয়াদ বলেন, ‘সিএসই সোসাইটির নির্বাচন কমিশনের প্রধান উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা। আমরা নিরপেক্ষভাবে সকল প্রার্থী ও সদস্যদের অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ এবং সোসাইটির জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে কাজ করছি।’
ভোট গ্রহণের পূর্বে ২২ সেপ্টেম্বর সম্পাদকীয় পোস্টের প্রার্থীদের মধ্যে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট এবং সেক্রেটারিয়াল ডিবেট সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া ডিবেটে পাশাপাশি প্রার্থীরা সোসাইটির সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নের মুখোমুখি হন। ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয় এহসানুল হক সবুজ এবং রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ এর মধ্যে। সেক্রেটারিয়াল ডিবেট করেন মেহরাব হোসেন সাকিব এবং মোহসেন আমিন।
ডিবেট প্রসঙ্গে নাঈম উদ্দিন খন্দকার বলেন “ডিবেট আমাদের নির্বাচনের অন্যতম একটি আকর্ষণীয় অংশ। ডিবেটে প্রার্থীরা তাদের দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি উপস্থাপন করেন। যা সোসাইটির সদস্যদের সঠিক প্রার্থী নির্বাচন করতে সহায়তা করে।
আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সকল সদস্যকে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার মাহমুদা খাতুন।
নির্বাচন প্রসঙ্গে সিএসই বিভাগের চেয়ারম্যান, ড. মাহমুদুল হাসান বলেন, ‘সিএসই সোসাইটি অতীতের ধারাবাহিকতায়, গনতান্ত্রিক উপায়ে তাঁদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে। আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমি আশা করবো, এ সোসাইটির কাজকে সামনে এগিয়ে নিতে শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব বেছে নিবে এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এটাই আমার বিশ্বাস।’
রকি//বিএন