রাবি প্রতিনিধি:
বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব কর্তৃক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।
অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৩ ও ১৯৮৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি প্রভাষক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০০৬ সালে প্রফেসর পদে উন্নীত হন।
তাঁর ৬টি গবেষণাগ্রন্থ, ১০টি গ্রন্থের অধ্যায় ও ৩৫টি প্রবন্ধসহ ১৬টি অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ৪টি পিএইচডি ও ১টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং ১টি এমফিল ও ২টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান চলমান রয়েছে।
প্রসঙ্গত,বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১০ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।