তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হবে তাদের প্রথম বৈঠক।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন পেজেশকিয়ান ও এরদোগান। তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতামত ও অবস্থান তুলে ধরবেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে পেজেশকিয়ানের।
এ ছাড়া, বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন মঙ্গলবার শুরু হবে।
আরএস