অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে একজ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অবৈধ ভাবে প্রবেশের সময় আটক করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম।
লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”
অন্যদিকে, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের দিনাজপুরের বিরল সীমান্ত থেকে একজন বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।