কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী।
আজ (২৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এতথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়– কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত ‘আইন’ বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক নিয়োজিত না থাকায় এবং ডিন পদ শূন্য থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন- ২০১৩ এর ধারা ২২ (৬) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী ‘আইন অনুষদে’র ডিনের দায়িত্ব পালন করবেন। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ভিসি স্যারই আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। মূলত আইন বিভাগে পদমর্যাদায় সিনিয়র শিক্ষক না থাকায় সংশোধিত আইন অনুযায়ী সে দায়িত্ব ভিসি স্যার পেয়েছেন।