ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া জয়ের বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরের বছর অপু টিভিতে এসে তার বিয়ে ও সংসারের কথা প্রকাশ করেন।
শাকিবের সঙ্গে আরও একটি সংসার ছিল অভিনেত্রী বুবলীর, যেখানে তাদের এক ছেলে—শেহজাদ খান বীর। বর্তমানে শাকিব অপু বা বুবলীর সঙ্গেই নেই। তবে দুই ছেলের মধ্যে যোগাযোগ আছে, যদিও অপু-বুবলীর সম্পর্ক ততটা ভাল নয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনে অপু বিশ্বাস একটি আবেগঘন পোস্টে লিখেছেন, “শুভ জন্মদিন, আমার প্রিয় আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা রাখছ, এবং এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।”
এদিকে, জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শাকিবের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, “হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। এঞ্জয় এল্ডার ব্রাদার। আই লাভ ইউ সো মাচ।” ভিডিওর ক্যাপশনে একটি ভালোবাসার চিহ্নও দেওয়া হয়েছে।