সরকারি ছুটির সময় লাইব্রেরি খোলা রাখা, বইয়ের পর্যাপ্ততা নিশ্চিতসহ লাইব্রেরি সংস্কারে চার দফা দাবী নিয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (০৭ অক্টোবর) এ স্মারক লিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীদের দাবী সমূহ হলো – সকল সরকারি ছুটিগুলোতে লাইব্রেরি খোলা রাখা। তবে শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে ধার্য করা যেতে পারে; আলোচনা সাপেক্ষে। রিডিং রুম (যেখানে ব্যক্তিগত বই সহকারে প্রবেশ গ্রহণযোগ্য) যেটি আছে, সেটিকে আরও অনেক বড় পরিসরে সম্প্রসারিত করতে হবে; যেহেতু ছাত্রছাত্রীবৃন্দ এখানে স্বাধীনভাবে বই নিয়ে পড়াশোনা করবার সুযোগ পায়। তাই রিডিং রুমটি সম্প্রসারিত করা। লাইব্রেরি অন্যান্য অংশ তাদের নির্ধারিত সময় পর্যন্ত তাদের কার্যসম্পাদনে সর্বদা বলবৎ থাকবে, কিন্তু রিডিং রুম (যেখানে ব্যক্তিগত বই সহকারে প্রবেশ গ্রহণযোগ্য) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা। এছাড়াও স্লো নেটওয়ার্ক কানেকশন, যথাযথ ওয়েবপেজ ডেভেলপ, বইগুলোর যথাযথ এবং পর্যাপ্ততা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় খুব দ্রুত সমাধান সহ পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিশ্চিত করা।
এ বিষয়ে ‘ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের মুহাম্মদ রয়েল বলেন, আমরা চাই কালক্ষেপণ না করে আমাদের যৌক্তিক দাবিসমুহের সমাধানের জন্য কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই সাথে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।