Home » news » মাদারীপুরে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের প্রাণহানি
মাদারীপুরে অটোরিক্সার ধাক্কায় ইসলাম চৌধুরী (৮২) নামে এক বৃদ্ধের প্রাণহানির ঘটনা ঘটেছে।নিহত ইসলাম চৌধুরী ইসলামপুর গ্রামের মৃত আমিনুদ্দিন চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল চারটার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুজ্জামান পৃথক এই সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেন।
স্থানীয়রা বলেন, নিহত ইসলাম চৌধুরী বিকালে মাদারীপুর থেকে তার মেয়ের বাসার উদ্দেশে বের হন। রাস্তায় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএস