আততায়ীর গুলিতে ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক (৬৬) নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
১২ অক্টোবর (শনিবার) রাতে বাবা সিদ্দিকিকে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে গুলি করে হত্যা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাতে ছেলে জিশান সিদ্দিকের অফিস থেকে বের হন বাবা সিদ্দিক। গাড়িতে উঠতে যাবেন, এমন সময়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বাবা সিদ্দিককে লক্ষ্য করে মোট ছয়টি গুলি ছোড়া হয়, যার মধ্যে চারটিই তার বুকে লাগে। গুলি করার সঙ্গে তিন ব্যক্তি জড়িত। এর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুইজন নিজেদেরকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। তবে পুলিশ এখনো ওই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
আয়নুল/