বেরোবি প্রতিনিধি
রংপুরে বিজয় দিবস – ২০২৩ উপলক্ষে আয়োজিত ‘Rangpur 10K’ রানার প্রতিযোগিতায় ১৮৭ জনের ভিতর ২য় স্থান অর্জন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবন প্রধান ওহি।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) সৌন্দর্যে ভরপুর রংপুরের গ্রাম বাংলার বুকে হারিভাঙ্গা আম বাগান ঘেষে ৫ কি.মি পথ জুড়ে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনে অংশগ্রহণ করেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন স্থান থেকে আগত ১৮৭ জন।
উক্ত আয়োজনে প্রথম রানার আপ (২য় স্থান) অর্জন করেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জীবন প্রধান ওহি।
এমন প্রতিযোগিতায় সাফল্যের সাথে ২য় স্থান অর্জন করতে পেরে জীবন প্রধান ওহি, আনন্দ প্রকাশ করেন এবং দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ চান তিনি।