Home » news » ২ বছর পর শলৎস-পুতিনের ফোনালাপ
দীর্ঘ ২ বছর পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) পুতিনকে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার এবং কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।
এর আগে সবশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে পুতিন ও শলৎজের মধ্যে আলাপ হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে পুতিনের দেশ রাশিয়া। এর ফলে মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়া শুরু করে কিয়েভ মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তখন থেকে সামরিক জোট ন্যাটোর সদস্যসহ অধিকাংশ পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন রুশ রাষ্ট্রপ্রধান।
শুক্রবার দুই দেশের নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি ক্রেমলিনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। পুতিনের দপ্তর বলেছে, এই ফোনকল বার্লিনের অনুরোধে হয়েছে। ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন শলৎসকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ বিবেচনা করতে হবে। একই সঙ্গে নতুন ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে।
অপর দিকে, জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, শলৎস রাশিয়াকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শলৎসকে পুতিনের সঙ্গে এই কল করার বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন, এটি পুতিনকে শুধু তার বিচ্ছিন্নতা কমাতে সাহায্য করবে। পুতিন প্রকৃত শান্তি চান না, তিনি শুধু একটা বিরতি চান।
আরএস