অ্যানিম্যাল নিয়ে দর্শকদের উন্মাদনা যেনো কমছেই না। মুক্তির পরপরই বিশ্ববাপী তোলপাড় ফেলে দেয় সিনেমাটি। সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে।
ছবির দৃশ্য, ডায়লগ এবং গান- সবই ভাইরাল। বিশেষ করে ‘জামসাল কুদু’ গানের তালে ববি দেওলের নাচে মাতোয়ারা সবাই। ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নেওয়া এক তরুণীও। এই সুন্দরীর পরিচয় খুঁজতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই। তানাজ দাউদি নামের এই সুন্দরী আসলে ইরানি মডেল এবং নৃত্যশিল্পী। তনি নামেও তিনি পরিচিত।
তানাজ ভারতে কাজ করেন। জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে, তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো কাজ করেছেন।
নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে। তবে বেশিরভাগ জায়গায় তার উপস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল। জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি।