টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে প্রথমে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় শনিবার রাতে মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে নাঈম হাওলাদার (১৭) নামে এক শিক্ষার্থী গুলিতে নিহত হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট নিহতের বাবা কামরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এতে মুন্নী সাহাকে আসামি করা হয়।
এ ছাড়া তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
উল্লেখ্য, ভোরের কাগজ দিয়ে এই সাংবাদিক মুন্নী সাহার সাংবাদিকতার যাত্রা শুরু হয়েছিল। পরআর্তীতে তিনি একুশে টেলিভিশনে যোগ দেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।
আরএ//বিএন