যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি) কুষ্টিয়া জেলা এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর ২০২২- ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াশিম আকরাম এবং সদস্য সচিব হিসেবে একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শামসুজ্জামান হৃদয় দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) কুষ্টিয়া জেলা এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী এ কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রসায়ন বিভাগের ইবনে তারিক, আইপিই বিভাগের অর্পিতা সাহা, মার্কেটিং বিভাগের জাহিদ হাসান, উপম আলী, পিএমই বিভাগের সাকিব আহমেদ শান্ত, এপিপিটি বিভাগের প্রান্ত কর্মকার ও আলফাজ হোসেন আরবি , টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিদা আক্তার লিথি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শেখ মিশন দায়িত্ব পালন করবেন।
জেলা এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ ও ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম
এমদাদ//বিএন