সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর কাতার ঘোষণা করেছে যে, তারা শিগগিরই দামেস্কে তাদের দূতাবাস পুনরায় খুলবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান, যেখানে তিনি বলেন যে, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে কাতার তার বন্ধুত্বপূর্ণ দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
বিবৃতিতে তিনি আরও জানান, সিরিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা প্রবাহের সুবিধার্থে কাতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর গৃহযুদ্ধে পরিণত হলে কাতার দামেস্কের কূটনৈতিক মিশন বন্ধ করে দেয় এবং রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। দীর্ঘ ১৩ বছর পর, যদিও অন্যান্য আরব দেশ আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করেছে, কাতার তখনও সম্পর্ক মেরামত করেনি। তবে আসাদের পতনের পর, দেশটি সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
গণবিদ্রোহীদের সাম্প্রতিক অভিযান এবং আসাদের পতনের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং তার পরিবারটির দীর্ঘ সময়ের শাসনের সমাপ্তি ঘটেছে।
আরএস//বিএন