থাইল্যান্ডের তাক প্রদেশে রেড ক্রস দোই লয়ফা মেলা চলাকালীন বোমা হামলায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে প্রদেশটির উমফাং এলাকায়। প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়, যেখানে ওই রাতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। বিস্ফোরকটি ছুড়ে মারার পরই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে এপি জানায়, হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। উমফাং এলাকার উদ্ধারকারী দল জানায়, মেলার বাইরে একটি মঞ্চের কাছে বিস্ফোরক এসে পড়ে, যেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ঘটনাটির নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে তদন্তের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যাংকক পোস্টের তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী চলা এই মেলায় এবার ৮ থেকে ৯ হাজার মানুষ অংশ নেয়। হামলাটি মেলার শেষ দিনের আগের রাতে ঘটে, যা পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
আরএস//বিএন