ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় লাইভে আসবেন তিনি। এর আগে একই দিন ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছিলেন রাসেল।
শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রাসেলের লাইভের বিষয়টি জানিয়েছে ইভ্যালি। ফেসবুকে পোস্ট করার পর থেকেই ইভ্যালির গ্রাহকরা কমেন্টে স্বাগত জানাতে থাকেন। তারা জানান, হয়তো নতুন কোনো সুখবর নিয়ে আসছেন রাসেল।
‘বিগ ব্যাং’ শিরোনামের পোস্টারের ক্যাপশনে লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময় মধুর হয়। গ্রাহকদের সেরা অফার দেওয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আর এই দূরত্বটা শুধু ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে কমানো যাবে।
তিনি আরও লিখেছেন, একসঙ্গে আমরা ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (এটা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।