পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পরিচালিত একটি জবাবদিহি আদালত আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট মামলায় তাদের বিরুদ্ধে এই রায় দেন।
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ট্রাস্টের নামে অনিয়মের অভিযোগ আনা হয়। রায়ের অংশ হিসেবে ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে তার অর্ধেক জরিমানা করা হয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি। আদালত গত বছরের ডিসেম্বর মাসে মামলার রায় সংরক্ষণ করলেও তিনবার রায় ঘোষণা বিলম্বিত করা হয়।
এ সময় ইমরান খান আদালতে অনুপস্থিত ছিলেন এবং রায় বিলম্বকে তার ওপর চাপ প্রয়োগের কৌশল বলে দাবি করেন।
এটি ইমরান খানের বিরুদ্ধে চতুর্থ বড় দুর্নীতির মামলা যেখানে তিনি দোষী সাব্যস্ত হলেন। এর আগে তিনি রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন তথ্য ফাঁস, এবং অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। যদিও সেসব রায় বাতিল বা স্থগিত করা হয়েছিল।
ইমরান খান তার বিরুদ্ধে আনা সকল মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আসছেন। তবে সাম্প্রতিক এই রায় পাকিস্তানে ইমরান খানকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
আরইউএস