ইলিশের উচ্চমূল্যের কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য এই মাছের স্বাদ দিন দিন অধরা হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি মাত্র ৬০০ টাকায় বিক্রি করবে সংস্থাটি। রোববার আনুষ্ঠানিকভাবে কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে এই বিক্রয় কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বিএফডিসি চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান জানান, রোববার উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ বিক্রি চলবে। মাছের মজুত থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম লটে ৮৫০ কেজি ইলিশ বিক্রি করা হবে। ক্রেতারা ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে মাছ কিনতে পারবেন।
ইলিশ মাছের বাজারে মূল্য শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ জনগণকে সাশ্রয়ী মূল্যে ইলিশের স্বাদ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে: ‘স্বাদে গন্ধে অতুলনীয়—ইলিশ কিনে হোন ধন্য’।
বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী জানিয়েছেন, এই কার্যক্রমে কোনো প্রফিট নেওয়া হচ্ছে না। পরীক্ষামূলকভাবে এটি শুরু করা হয়েছে, যা সফল হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়া হবে। বঙ্গোপসাগর থেকে ধরা ফিশিং জাহাজের ইলিশ সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।
এই উদ্যোগ মধ্যবিত্তের কাছে ইলিশকে আরও সহজলভ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।