চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উখিয়া উপজেলার ছাত্র সংগঠন ‘উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন’ এর বার্ষিক প্রকাশনার (ক্যালেন্ডার) মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় নগরীর ২নং গেইট সংলগ্ন অভিজাত হোটেল রাজবাড়ীতে এটি অনুষ্ঠিত হয়
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ ইমন৷ এছাড়াও উপস্থিত ছিলেন মুহিব কাদরী, প্রভাষক রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ এবং শেখ জামাল উদ্দিন শেখু, এডভোকেট জেলাও দায়রা জজ আদালত, চট্টগ্রাম, মাহমুদুল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তা, মো: তারেক এস আই পাচলাইশ থানা, ছালেহ আকরাম বাপ্পি, ছাত্র উপদেষ্টা এবং সুজা উদ্দিন, ছাত্র উপদেষ্টা উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, ডা.ফজল হক এডমিন &পরিচালক প্যারেন্টস কেয়ার স্কুল,চট্টগ্রাম।
এসোসিয়েশন সাধারণ সম্পাদক কামরুলের সঞ্চালনা এ সময়ে অতিথিরা এসোসিয়েশনের অগ্রগতি ও উখিয়া উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষামূখী শিক্ষা গ্রহণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে সভাপতি রাসেল উদ্দিন সেলিমের বক্তব্যের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাইফুল ইসলাম তোহা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়