রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় মাহিন্দ্রা গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের মাহিগঞ্জের চায়না মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউনিয়ার মিরবাগ এলাকার শাহীন আলম (২২) ও কুড়িগ্রামের উলিপুরের রমজান আলী (২৯)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া, আহত মিলন বর্মনের বাড়ি কাউনিয়ার শহীদবাগ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থেকে আসা মাহিন্দ্রা গাড়িটি মাহিগঞ্জের চায়না মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কোচ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাসটি এখনও শনাক্ত করা যায়নি। চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।