বর্তমান সময়ে বলিউডের আলোচিত প্রেমের জুটির মধ্যে অন্যতম হলো অভিনেতা আদিত্য রায় ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাদের প্রেম কাহিনী এখন বলিউডের ওপেন সিক্রেট হলেও সম্পর্কের কথা অনেকটা চেপেই রেখেছিলেন এ তারকা জুটি। তবে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন আদিত্য-অনন্যা।
এসময় অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট, সঙ্গে ঢিলেঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যের পরনেও ছিল একই পোশাক। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন— বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।
সব জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।