গত ২৮ ডিসেম্বর মারা গেছেন তামিল অভিনেতা ও রাজনীতিক বিজয়কান্ত। ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে জুতার ঢিল খেলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সামাজিক যোগযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তবে থালাপতি বিজয়কে কেন টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ে।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা থালাপতি বিজয়। হঠাৎই একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হয়, তার মুখে আঘাত লাগে। তবে জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন।
ওই ঘটনায় থালাপতি খুব একটা ভ্রূক্ষেপ করেননি। তবে এমন অসভ্য কাণ্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অভিনেতার অনুরাগীরা।