নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচ হেরে সিরিজ জয়েরও সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। তবে ড্র হওয়া সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে শরিফুল ইসলামের হাতে।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন শরিফুল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও তিনি পেয়েছিলেন ১ উইকেট। আর তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম লিখে সিরিজসেরা হয়েছেন এই টাইগার পেসার।