শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। নতুন বছরে নতুন উদ্যাম, আর নতুন কর্মপরিকল্পনা নিয়ে আগাতে চান অপু বিশ্বাস।
নতুন বছরে অপু সিনেমা প্রযোজনায় থাকবেন। সঙ্গে নতুন ব্যবসায় মনোযোগী হবেন। তবে কি ধরনের ব্যবসা করবেন- সেটি জানাননি। অপুর ভাষ্য, “সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, “এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে। সব কিছু চূড়ান্ত করার পর এই ঘোষণা আসবে।”