জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ও একটি স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর নতুন নামকরণ করা হয়েছে বিদ্রোহী হল, আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিবর্তিত হয়ে শিউলি মালা হল হয়েছে। একইসঙ্গে, বঙ্গবন্ধু স্কয়ার-এর নতুন নামকরণ করা হয়েছে জুলাই-২৪ স্কয়ার।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আবাসিক হলগুলোর নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, ‘যাদের হাতে আমাদের ভাইদের প্রাণ গেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না।’
এ ঘটনার ধারাবাহিকতায়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত ফলক অপসারণ করেন এবং বঙ্গমাতা হলের ফলক থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছবি মুছে ফেলেন।