গুজব ছড়িয়ে পোশাক কারখানা ভাঙচুর-গাড়িতে আগুন, অর্ধশতাধিক কারখানা ছুটি
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগরা বাইপাসে অবস্থিত প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক, আফসানা আক্তার লাবনী (৩০), তার স্বামীর সঙ্গে দ্বন্দ্বের কারণে রাতে কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। ভোরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আফসানা আক্তার লাবনী ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে ছিলেন।
এদিকে, শ্রমিকরা অভিযোগ করেন যে, কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে, বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং কারখানার ক্ষতি সাধন করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিলে সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায়, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ আশপাশের অন্যান্য পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। গাজীপুরের বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর জয়দেবপুর সড়ক, এবং গাজীপুর টাঙ্গাইল সড়কের আশপাশে প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়, যার ফলে এসব এলাকায় ছুটি ঘোষণা করা হয়।