কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটস এর আয়োজনে স্কাউটস ওন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে আয়োজনটি করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভার সম্পাদক মহিউদ্দিন লিটন, জেলা রোভার কোষাধ্যক্ষ মাইনুদ্দিন খন্দকার, বর্তমান ইউনিটের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়া উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং রোভার স্কাউটসের সদস্যরা।
সাবেক GSRM নাসরিন আক্তারের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানে প্রথমে রোভার শপথ পাঠ করেন জেলা রোভার সম্পাদক মহিউদ্দিন লিটন ও পরবর্তীতে রোভার আইন পাঠ করেন জেলা রোভার কোষাধ্যক্ষ মাইনুদ্দিন খন্দকার।
উক্ত অনুষ্ঠানে জেলা রোভার কোষাধ্যক্ষ মাইনুদ্দিন খন্দকার বলেন, ” আমাদের স্কাউটের মূল মন্ত্র হচ্ছে সেবা এবং সেবার তিনটি ধাপ প্রথম হচ্ছে আত্ম সেবা, নিজেকে গড়তে হবে, দ্বিতীয় হচ্ছে অন্যের প্রতি সেবা, দেশ ও সমাজের সেবা করতে হবে ও তৃতীয় আন্দোলনের সেবা। এই আন্দোলনের সেবা হিসেবে আমরা এই ইউনিটকে সময় দিব বিশ্ববিদ্যালয়ের নানা কাজে, দেশের কাজে তথা মানবতার কাজে সময় দিব পাশাপাশি আমরা নিজেকে গড়ব যাতে ভবিষ্যতে আমরা যেকোনো জায়গায় নেতৃত্ব দিতে পারি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটসকে ধন্যবাদ জানাই।”
বর্তমান ইউনিটের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়া উদ্দিন বলেন, “আজকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রোভার স্কাউটসের ইচ্ছেটা অনেক বেশি কিন্তু সামর্থটা সীমিত। এখানে বেশিরভাগ কাজ শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে করে । এই পরিবারে আমরা যাদের সবসময় পাই তাদের প্রতিও কৃতজ্ঞতা। তাদের কাছে আশা থাকবে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসকে যেভাবে এগিয়ে নিযে যাওয়া যায় তার জন্য কাজ করবেন। গত কমিটিতে যারা ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে পরিচালনার জন্য।”
উক্ত অনুষ্ঠানের শেষে বর্তমান ইউনিটের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়া উদ্দিন নতুন কমিটির সিনিয়র রোভারমেট ও গার্ল ইন সিনিয়র রোভারমেটের পদ ঘোষণা করেন।