কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া সারোয়ার প্রশাসনের অনুমতি ছাড়া কর্মস্থলে প্রায় ৭ মাস ধরে অনুপস্থিত থাকায় ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির বিষয়টি জানা যায়।
অফিস আদেশে বলা হয়, নাদিয়া সারোয়ার ২০১৭ সালের ২৬ আগস্ট থেকে গত বছরের ২৫ আগস্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন ছুটিতে ছিলেন। কিন্তু এই নির্দিষ্ট সময়ের পরেও বিশ্ববিদ্যালয় তথা নিজ কর্মস্থলে যোগদান করেননি। ফলে তার বিষয়ে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সৈয়দুর রহমানক এবং সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্ট্রার মো: মনিরুজ্জামান। এছাড়া, সদস্য হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন।
এ ব্যাপার তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ সৈয়দুর রহমান বলেন, ‘একটি মেইলের মাধ্যমে এটি জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে একটা মিটিং আহবান করেছি।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উনারা এটা ফাইন্ড আউট করবে এবং চিঠি দিবে। আমরা ইতিমধ্যে আরও চেষ্টা করছি এই ধরনের আরও কী কী বিষয় আছে জানার জন্য।’
নাদিয়া সারোয়ার নিয়মের বাহিরে গিয়ে প্রায় সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। যেখানে নিয়মের বাইরে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একদিনও কর্মস্থলে অনুপস্থিত থাকা যায় না সেখানে তিনি এতদিন অনুপস্থিত আছেন। এই ব্যাপারে আরও আগে কেন উদ্যোগ নেওয়া হয়নি- এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার বলেন, ‘আগে যারা ছিল তারা তো এইগুলা করেনি। আমরা এসে সবকিছু ঠিকঠাক করতেছি।’
এ বিষয়ে জানতে নাদিয়া সারোয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। এ ছাড়া ইমেইল করেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।