নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) রাত ১১টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি ফেসবুক পোস্টে মন্তব্য করার সময় তিনি মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর কথা বলেন, যা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নেয়। এরপর স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা থানায় উপস্থিত হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, উত্তেজিত জনতাকে শান্ত রাখতে তিনি আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তার এই আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরএ/আরইউএস