দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ দিনের মাথায় আগামীকাল ১১ জানুয়ারি সরকারের নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নিবেন। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ১১ জন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের আবারো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। যিনি ২০০৯-২০১৩ মেয়াদে একই মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সূত্রমতে, ব্রাহ্মণবাড়িয়া -৪ আসনের সংসদ সদস্য আনিসুল হক পুনরায় আইনমন্ত্রীর দায়িত্ব পাবেন এমনটা জানা যাচ্ছে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন ধারনা করা হচ্ছে।
এছাড়াও মন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী, গোপালগঞ্জ-১ এর কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মৌলভীবাজার-৪ এর উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ এর র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ফরিদপুর-১ এর আব্দুর রহমান, খুলনা-৫ এর নারায়ণ চন্দ্র চন্দ, ময়মনসিংহ-৯ এর মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, রাজবাড়ী-২ এর মো. জিল্লুল হাকিম, ঢাকা-৯ এর সাবের হোসেন চৌধুরী, কিশোরগঞ্জ-৬ এর নাজমুল হাসান পাপন।
এছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিবেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
সূত্রমতে আরো জানা যায়, প্রতিমন্ত্রী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শপথ নিবেন গাজীপুর-৪ এর বেগম সিমিন হোসেন (রিমি), ঢাকা-১৭ এর মোহাম্মদ আলী আরাফাত, পটুয়াখালী-৪ এর মো. মহিবুর রহমান, খাগড়াছড়ি-১ এর কুজেন্দ্র লাল ত্রিপুরা, গাজীপুর-৩ এর বেগম রুমানা আলী, সিলেট-২ এর শফিকুর রহমান চৌধুরী, টাঙ্গাইল-৬ এর আহসানুল ইসলাম টিটু।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের সমর্থনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।