বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তি মানুষকে পুড়িয়ে হত্যা করে। ৭ জানুয়ারি জনগণ পরিষ্কার রায় দিয়েছে যে, এ দেশের মাটিতে তাদের ঠাঁই নেই।
তিনি আরো বলেন,৭ জানুয়ারি নির্বাচন ছিল স্বাধীনতা রক্ষার নির্বাচন।বিএনপি হলো বেকুবের দল। তারা ভেবেছিল মানুষ ভোট দিবে না। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।আমরা সন্ত্রাস চাই না, অগ্নিসন্ত্রাস চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত একটি পার্লামেন্ট। এবার অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে এমন একটা পার্লামেন্ট গঠিত হয়েছে। শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে ঐতিহাসিক যাত্রা শুরু হলো।