ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে মাঠে নামতে তর সইছে না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির।লম্বা বিরতির পর চনমনে এলএমটেন মাঠের ফুটবলে ফিরতে মুখিয়ে আছেন। আর সেটা যদি হয় চিরপ্রতিদ্বন্দীর বিপক্ষে তাহলে মাঠে ফেরার তাড়াটা খানিক বেশি হবে সেটাই তো স্বাভাবিক।
মেসি বলেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না। যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।’
গেল দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ মহারাজা ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইগুলোর মধ্যে একটি মঞ্চস্থ হয় তখন, যখন এই দুই মহাতারকা মাঠে মুখোমুখি অবস্থান নেন। আর সেই লড়াই দেখতে আগ্রহের কোনো কমতি থাকে না পুরো বিশ্বের ফুটবল ভক্তদের।
এবার আবারো এই দুই মহাতারকার রোমাঞ্চের ম্যাচ দেখার উপলক্ষ্য পাচ্ছে দর্শকরা। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আল নাসরের বিপক্ষে লড়বে মেসির ইন্টার মায়ামি।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে সৌদি সফরেও যাবেন মেসি, সেখানে দেখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর আর নেইমারের আল হিলালের সঙ্গে।