কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে । টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা ।
শ্রীলঙ্কার দেয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল রেখেই নাটকীয় জয় পাই জিম্বাবুয়ে.
শেষ ওভারের প্রথম বলেই নো বল করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সে বলে ছক্কা হাকান জংওয়ে। পরের ৩ বলে আরো ১০ রান যোগ করেন জংওয়ে। চতুর্থ বলে জংওয়ের সহজ ক্যাচ ছেড়ে দেন মহেশ থিকসানা। এরপরের বলে মাদান স্ট্রাইকে গিয়ে ছক্কা হাকিয়ে জিম্বাবুয়েকে জয় এনে দেয় ।