বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গোপন নথি চুরি করে পালিয়েছেন প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা। তারা হলেন সংস্থাটির প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা সোহান আহমেদ।
বিমান কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, ২৪ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত অফিস করেছেন আনোয়ার হোসেন। তবে পৌনে ৪টার দিকে কাউকে কিছু না বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ কানাডার টরন্টোগামী বিজি-৩০৫ ফ্লাইটে ওঠেন। তার অফিস ত্যাগের পর থেকেই পাওয়া যাচ্ছে না বিমানের গোপনীয় বিভিন্ন এগ্রিমেন্ট, আরআই পলিসি ও সফটওয়্যার সম্পর্কিত স্পর্শকাতর নথিপত্র।
একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন গোপন নথি চুরি করে দেশ ছেড়েছেন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদও। আনোয়ার হোসেনের গন্তব্য জানা গেলেও সোহান আহমেদ কোথায় গেছেন, তা জানা যায়নি।
এ ঘটনায় গত সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মাছুদুল হাছান।