গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুরকে কষে থাপ্পড় মেরে নিজেকে সামলে রাখতে পারেননি। কেঁদে ফেলেছেন।
সম্প্রতি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন রাশমিকা। সেখানেই কথায় কথায় নেপথ্য কাহিনি জানিয়েছেন ভারতের এই জাতীয় ক্রাশ।
এই ছবিতে রণবীর কাপুরের চরিত্র রণবিজয়ের স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা।
ছবির কাহিনিতে দেখা যায়, গীতাঞ্জলির বিশ্বাস ভঙ্গ করে রণবিজয়। বাবার শত্রুদের তথ্য পেতে সে তাদের পাঠানো চর জোয়ার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
স্বামীর এই সত্যি জেনে মেজাজ হারায় গীতাঞ্জলি। রণবিজয়কে কষিয়ে চড় মারে সে।
এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই কান্নায় ভেঙে পড়েন রাশমিকা।