বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল। বিপিএলে সর্বোচ্চ রানও ছিল তার দখলে। তবে এ রেকর্ড এবার ভেঙ্গে ফেললেন মুশফিকুর রহিম। ৩ হাজার ক্লাবে নাম লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩০৩৮ রান নিয়ে “মিস্টার ডিফেন্ডেবল” এখন বিপিএলের শীর্ষ রান সংগ্রাহকও বনে গেলেন। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল।
কেবল রানের দিক থেকেই নয়, গড় এবং স্ট্রাইক রেটের দিক থেকেও তামিমের ওপরে আছেন মুশফিক। বিপিএলে ১১৪ ম্যাচে তিনি প্রায় ১৩৪ স্ট্রাইকরেট ও ৩৮.৪৫ গড়ে ব্যাট করেছেন।