জয়পুরহাটে র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিল ও ১১ পিচ ট্যাপন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আজ ২৯ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৩টায় সিপিসি-৩ র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল
জয়পুরহাট জেলার সদর থানার ইশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ২জন
মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে। তারা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ইশ্বরপুর গ্রামের মৃত আব্বাস মন্ডলের পুত্র মোঃ জিল্লুর রহমান (৫৫) একই গ্রামের মোঃ জিল্লুর রহমানের পুত্র মোঃ উজ্জল হোসেন (৩৫)। অপরদিকে গত রবিবার রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অপর একটি অভিযানে
একই জেলার আক্কেলপুর থানার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ পিচ ট্যাপন্টাডল ট্যাবলেটসহ আরো ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তারা হলো,জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জালালপুর গ্রামের মোঃ রাজুর পুত্র মাদককারবারী মোঃ মাহতাব (৪৫) ও জয়পুরহাট সদর থানার তেঘর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাগর হোসেন (৩০)।
আজ ২৯শে জানুয়ারী পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ধৃত আসামীদের সোপর্দপূর্বক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট প্রতিনিধি