চলতি বিপিএলে সর্বশেষ দুই ম্যাচে ব্যাটিং করেননি সাকিব আল হাসান। অনুশীলনে কঠোর পরিশ্রম করার পরও মাঠে ব্যাটিংয়ে নামছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এর নেটে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে।
শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের পর সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়।’
তিনি আরোও বলেন, ‘যদি সে (সাকিব) ফিরতে না পারে, তাহলে সে আর ক্রিকেট খেলবে না। ফিরতে পারবে বলেই সে এখনো মাঠে আছে আমি মনে করি।’