জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে নির্মিতব্য জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভবন তৈরির কাজ বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
রবিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়কের পশ্চিম পাশে বন উজার করে সদ্য ভিত্তি প্রস্তর স্থাপিত করা জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের বর্ধিত ভবনের নির্মাণ কাজ বন্ধ করেন তারা। একইদিনে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নূরুল আলম ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করলে পরমুহূর্তেই তা বন্ধ ঘোষণা করে এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।
মানববন্ধনে মাস্টারপ্ল্যান প্রসঙ্গে চারুকলা বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, ২০১৯ সাল থেকেই আমরা আন্দোলন করে আসছি। ১৪০০ কোটি টাকার একটি প্রস্তাবনা মাস্টারপ্ল্যান ছাড়া আমরা কোনো ভাবেই হতে দিতে পারি না।কোনো ভবন নির্মাণের জন্য আমরা জলাশয় ভরাট এবং গাছ কাটতে দেবো না।আমরা চাই সব ভবন মাস্টারপ্ল্যান মেনেই নির্মাণ করা হোক ।
এ প্রসঙ্গে সভাপতি আলিফ মাহমুদ বলেন , সম্প্রতি রফিক জব্বার এবং শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণ করে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনার মূল কারণ মাস্টারপ্ল্যান না থাকা। মাস্টারপ্ল্যান ছাড়া আমরা কোনো ভবন চাই না , প্রশাসন গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার প্রচেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
রবিউল হাসান
জাহাঙ্গীররগর বিশ্ববিদ্যালয়