বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কালের কণ্ঠ ও নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন চৌধুরী।
এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সমকালের জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. শাহারুল আলম, কালের কণ্ঠ’র কালাই উপজেলা প্রতিনিধি সউদ তালুকদার, দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার, দৈনিক আমাদের সময়ের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুন নূর নাহিদ, শুভসংঘ কালাই উপজেলা শাখার সহসভাপতি মো. আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি বাবু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রনি আকন্দ, সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা বাবলু, জাহিদ হাসান ডন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের সবার উচিত শুধু রমজান মাস নয়, সব সময় হতদরিদ্র সুবিধাবঞ্চিতদের পাশে থাকা।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট প্রতিনিধি