এবারের বিশ্বকাপের সেরা দল কোনটি? এই প্রশ্নে খুব বেশি কিছু না ভেবেই ভারতের নামটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কারণ, রোহিত শর্মার এই ভারতকে কেউ এখনো হারের স্বাদই যে দিতে পারেনি। প্রতি ম্যাচেই দেখিয়েছে দাপট। জিতেছেন ৯ ম্যাচের সব কটিতেই। এবারের বিশ্বকাপে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। তাই সবার মনে একই কথা, ভারতের বিশ্বকাপ জেতার সেরা সময় এটাই।
একের পর এক ম্যাচ জিতে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল সবার আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। ভারতের দেওয়া ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ডাচরা গুটিয়ে যায় মাত্র ২৫০ রানে। এতে ১৬০ রানের বিশাল জয় নিয়ে লিগ পর্বের সমাপনী টানল ভারত। এতে ৯ ম্যাচে ৯ জয়ে লিগ পর্বে অপরাজিত থাকল রোহিত-কোহলিরা।
গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারত। তবে এবার ঘরের মাঠে নতুন গল্প লিখতে চায় রোহিতের দল। তা করার জন্য সব ধরনের উপকরণই আছে এই দলে। রোহিত, বিরাট কোহলিরা সবাই আছেন সেরা ফর্মে। এই দলটা এমন যে, সাত-আটজন ক্রিকেটার তাঁদের ফর্মের চূড়ায় আছেন। আবার ভারতের প্রতিটি বোলারও আছেন দুর্দান্ত ছন্দে। প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছে তারাও। ভারতের এবারের বোলিং আক্রমণ গত ৫০ বছরের সেরা। তারা যেভাবে খেলছে, এবারের বিশ্বকাপ জেতার মতোই দল তারা।
ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল ১২ বছর আগে ঘরের মাঠে ২০১১ সালে।
এবারও ভারতের সামনে দারুন এক সুযোগ। আসর বসেছে ঘরের মাঠে। তারা কি পারবে এই সুযোগটা কাজে লাগিয়ে প্রথমবারের মতো অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরতে? হতেও পারে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।যেকোনো কিছু ঘটতে পারে ব্যাট-বলের এই লড়াইয়ে।
আবার বহুদিনের আক্ষেপ ঘুচতে পারে নিউজিল্যান্ডেরও। এবার নিয়ে মোট ছয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ব্ল্যাক ক্যাপসরা। গতবার ফাইনালও খেলেছে। কিন্তু ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের ট্রফি। এবার কি তারা পারবে? প্রশ্ন অনেক, উত্তর মিলবে সময় হলেই।