খুলনা-যশোর মহাসড়কের এক চেকপোস্টে শনিবার (৩০ মার্চ) রাত সোয়া ১১টায় এক বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ‘পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। মেহেরপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী বাসটি পথের বাজার এলাকায় এলে তল্লাশি চালিয়ে বাসের বাঙ্কারের মধ্য থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা তক্ষকটি উদ্ধার করা হয়। তবে প্রাণীটি কে নিয়ে এসেছে তাকে শনাক্ত করা যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।’