নাটোর জেলার নুসরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ মার্চ) রাতে নাটোরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ” জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় বৈশাখী উত্তর বড়গাছার চারতলা বাড়ির ছাত্রী নিবাসে তৃতীয় তলার একটি রুমে ভাড়া থাকতেন। রুম থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় রাতে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায়। ”
ওসি আরোও বলেন, ” ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। “